মহাকালের কাছে নিলাম একটু সময় ধার,
আমার এ জীবনটুকু – পরমায়ু আমার।
কর্জ শোধ করে যাবে এ ক্ষুদ্র জীবন;
কর্ম দিয়ে, মেধা দিয়ে – দিয়ে শরীর,মন।
ফিরে যাবে লগ্নিটুকু মহাকালের ভান্ডারে,
লভ্যাংশ কর্মফল থাকবে শুধুই পড়ে।
শূন্য থেকে শুরু, আবার শূন্যতাতেই শেষ –
মহাকালে মিলাবে জীবন, থাকবে না অবশেষ।
                   —০০০—