খাইব কাঁঠাল ভাবিয়া বাজারে কিনেছি কাঁঠালখানি;
ভাঙ্গিলে কাঁঠাল আসিয়া জুটিবে মক্ষিকাকুল, জানি।
তাই ঘরে আসি’ সকল দরজা জানালা করেছি বন্ধ,
যাহাতে বাহিরে না যায় মোটেই পাকা কাঁঠালের গন্ধ।
নিরাপদে একা  কাঁঠাল খাইতে লেগেছি মনের সুখে,
সবে গুটিকয় কাঁঠালের কোয়া পুরেছি মাত্র মুখে।
অবাক কাণ্ড! কোথা হতে এত মাছি ঢুকিয়াছে ঘরে?
কাঁঠালেতে মাছি; হাতে, মুখে মাছি; মাছি ওড়ে চারিধারে।
কাঁঠালের সাথে ঢুকিতেছে গালে গোটা দুই চার মাছি,
অবশেষে বাকি কাঁঠাল বাহিরে ফেলিয়া তবেই বাঁচি।
                          —০০০—