ভালো কথা শোন্ ছেড়ে আলফাল শোনা;
ন্যাংড়া আম খাবি– আলফানসো না।
মিষ্টি খেতে হলে খাস তা’ ছানার,
ক্ষীরের মিষ্টি নয়, নয় চিনি দানার।
মাংস খাবি যদি–খাস কচি পাঁঠার,
মুরগী খেতে হলে, রোষ্ট করে গোটার।
অম্বল হবে খেলে কচুরি খাস্তা,
ছোলার ডাল ও লুচি - বানিয়ে খাস তা’ ।
মোটে কিছু খাবি না আছে যাতে রঙ;
রঙহীন জল, হাওয়া খাস রে, বরং ।
               —০০০—