কবিতায় কথা বলো, কবিতায় গল্প –
না-ই যদি পারো, তবু অল্প-স্বল্প।
খুনসুটি করলেও, করে দেখো কবিতায়
মজা তাতে বাড়বে, সন্দেহ নেই তায়।
স্বপ্ন দেখতে হলে, কবিতায় দেখ না—
সহজ পাঠেতে অ,আ কবিতায় শেখো না?
কখনো করেছ কি কবিতায় ঝগড়া?
চাইলে দিতেও পার কবিতায় বাগড়া।
হাসি পেলে সর্বদা কবিতায় হেসো হে,
ঠাণ্ডায় কাশি হলে কবিতায় কেশো হে।
দু্:খেতে কাঁদছো, কবিতায় কাঁদো না,
যা নিয়ে ভাবছো, কবিতায় ভাবো না।
ইতিহাসে ভোলো যদি মোগলের বংশ
কবিতায় পড়ে ফেলো ঐটুকু অংশ।
ভুগোলেতে  ভুললে রাজধানী-রাজ্য,
কবিতায় পড়ে দেখ- কী সহজ কার্য।
অঙ্কের ফর্মূলা কবিতায় পড়লে
বলবে জলের মতো মাষ্টার ধরলে।
কোথা থেকে শিখলাম এই সব টোটকা?
চুপিচুপি বলে রাখি, শিখিয়েছে ছোটকা‘।
                   —০—