মারছে ছুঁড়ে ভাতের থালা, ছুঁড়ছে আয়না, গ্লাস, বাটি;
ভাঙছে শখের ফুলদানীটা, ফেলছে নতুন-কেনা ঘটি।
চিৎকারেতে ফাটছে গলা, দিচ্ছে ধমক একে-তাকে;
বাচ্চাটাকে করছে তাড়া, মারছে পোষা কুকুরটাকে।
চক্ষু দুটো হচ্ছে লাল, মাথার ভেতর চড়ছে খুন;
কাঁপছে শরীর থরথর, জ্বলছে যেন তেলে বেগুন।
আশেপাশে পুড়ছে সবাই, পুড়ছে নিজে রাগের তাপে;
কিছু সময় কেটে গেলেই দগ্ধ হবে অনুতাপে।
জ্ঞানীজন তাই বলে গেছেন, ক্রোধকে করো জয়;
ক্রোধ করে বুদ্ধি বিনাশ, শরীর করে ক্ষয়।
                    —০০০—