আকাশপানে চেয়ে আছ? কখন ডেকে নেবে হরি?
তার  চে’  এসো সবাই  মিলে মাতৃভাষার সেবা করি।
যে ভাষাতে মায়ের কোলে  শুয়ে প্রথম  ‘মা’ ডেকেছি,
যে  ভাষাতে  মনের  সুখে  গলা  ছেড়ে গান ধরেছি ;
মনের  ভালোবাসার  কথা  বলেছিলাম  যে ভাষায়,
যে  ভাষার  সান্ত্বনা  দুঃখ  ভোলায়,  সুখ  জাগায় ;
যে ভাষাতে নদীর মাঝির  ভাটিয়ালি গানের  সুরে,
বাউলের  একতারাতে   সুরে  সুরে  মুক্তো   ঝরে–
সেই  ভাষাতে এসো লিখি  ফেলে-আসা গল্পগুলো
জীবনের অভিজ্ঞতার, ঝেড়ে  ফেলে  পথের ধূলো।
                    —০০০—