মিষ্টি মধু, মিষ্টি নাড়ু, মিষ্টি গুড়ের মোয়া;
আরো মিষ্টি মায়ের হাতের আদর-মাখা ছোঁয়া।
মিষ্টি মেয়ে, মিষ্টি প্রেম, মিষ্টি দুষ্টু হাসি;
শরতে মিষ্টি শিশির-ভেজা শিউলি রাশি রাশি।
চৈত-বোশেখের দুপুর রোদে মিষ্টি বটের ছায়া,
চাঁদনী রাতে ফুলের বনে মিষ্টি কোমল মায়া।
লেপ-কম্বল-কাঁথাখানা মিষ্টি শীতের রাতে,
শাওন রাতে বৃষ্টি ধারার রিমঝিমটাও মিঠে ।
শিশুর কচি মুখে মিষ্টি আধো-আধো বুলি,
কোনটা বেশি মিষ্টি সেটা কেমন করে বলি।
                 —০০০—