মহামারী রূপে এসেছিল দেশে এক মহাব্যাধি করোনা,
কোনো মহামারী আজ আর নেই এমনটি মনে কোরো না।
সমাজের বুকে জন্ম নিয়েছে নতুন এক  মহামারী,
রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে, নাম তার বাটপাড়ি।
পূর্ণ হয়েছে দুর্নীতির এই গনতন্ত্রীকরণ,
উচ্চ-নীচ সব মহলেই দুষ্ট রক্ত ক্ষরণ।
মেঘের থেকে বৃষ্টি যেমন গাছের মাথায় পড়ে,
গাছের পাতার বৃষ্টিফোঁটা ঘাসের উপর ঝরে–
সমাজের গাছে বাটপাড়িটাও এমনি করেই চলে,
দুর্নীতিটা ছড়িয়ে পড়ে নানারূপ ছলে-বলে।
নিরাময় করবে এ রোগ – আছে  কোন্  অবধূত?
  থাকে যদি ওষুধেই সর্ষের মধ্যে ভূত !
                   —০০০—