আঁখির সমুখে দেখিনি তোমায়, অনুভব করি হৃদয়ে;
স্বাধীন ভারত পায় নি স্বরাজ তোমার অকাল বিদায়ে।
ভারতবাসীরে দিয়েছিলে ডাক, “চলো, দিল্লি চলো”;
আজকে নেতারা চলেছে দিল্লি, দেশের ভাগ্য কালো।
আজও করিনি পরিশোধ মোরা তোমার রক্তঋণ,
শুধু ঘটা করে পালন তো করি তোমার জন্মদিন।
                       —০০০—