খুঁজে ফিরি, খুঁজে ফিরি কোথা শৈশব,
চেয়ে দেখি জীবন্ত শৈহীন শব।
কোথাও কি আছে আজও অপু-দুর্গারা?
কাশফুল মাঠ ভেঙে ছোটে কি তারা?
রেলগাড়ি দেখে নাকি দাঁড়াইয়া দূরে?
পুকুরে সাঁতার কাটে ছুটির দুপুরে?
আচার মাখে না দিয়ে আম, তেল, গুড়;
হোমটাস্ক চুরি করে ওদের দুপুর।
অপহৃত আজ শৈশব অধিকার,
শিশুর বাসযোগ্য বিশ্বের অঙ্গীকার।
কোথায় সুকান্ত আর বিভূতিভূষণ?
বেঁচে আছে সীমাহীন পরিবেশ দূষণ।
আবার আসিবে ফিরে, জীবনানন্দ ?
এই বাংলায় সেই জীবন, আনন্দ
কোথায় খুঁজিবে সবুজ করুণ প্রকৃতি?
হারায়েছে প্রিয় নদী অবাধ যে গতি,
কার্তিকের নবান্নের এই সেই দেশে
সুদর্শন ওড়ে নাকো সন্ধ্যার বাতাসে।
চারিদিকে চলে শুধু বৃক্ষছেদন
বাধাহীন, নির্বিচার অরণ্যনিধন।
বহুতল মাথা তোলে সারা মাঠ জুড়ে,
শিশুগণ মোবাইলে গেম খেলে ঘরে।
চারিদিকে দর্পিত উলঙ্গ বৈভব,
নিষ্ফল অশ্রুপাতে নিহত শৈশব।
            —০০০—