দন্তহীন,পক্ক কেশ, লোকে বলে প্রবীণ,
নতুন জীবন করেছি শুরু, আমি বলি নবীন।
হাতে লাঠি, মাথায় টুপি,পায়ে জুতো, মোজা;
শিশু যেমন মায়ের কোলে কাপড় জামায় সাজা।
শরীর চলে আস্তে ধীরে, মনটা ছোটে জোরে;
অনেকটা কাজ আছে বাকী, যেতে হবে সেরে।
বলছে শরীর, ‘আস্তে চলো’, মন বলছে,‘‘ছোটো –
অনেকটা পথ চলতে হবে, নয়কো তুমি  ছোট” ।
                     —০০০—