অনেক দূরে আছিস বসে মা, তুই–
অনেক বড় হয়ে গেছিস আমার ছোট্ট জুঁই।
আমি এখন একলা ঘরে নিভিয়ে আলো;
আশীর্বাদ করি, মা তুই থাকিস ভালো।
মনে পড়ে মা কি তোর সেই ছোট্ট বেলা ?
দস্যিপনা, বাবার পিঠে ঘোড়ায় চড়া খেলা?
আমার মনে আছে রে তোর আধো আধো বুলি,
জড়িয়ে গলা আদর করা কেমন করে ভুলি?
প্রথম যখন শিখলি হাঁটা,পা টলোমলো;
তোর প্রথম ‘বাবা’  ডাকে বুকটা জুড়ালো।
কচি মুখে ফোকলা দাঁতে অমল শুভ্র হাসি,
সারা মুখে জুঁই ফুলেরই পাপড়ি মেলা খুশি।
জ্যোৎস্না রাতে জানলা দিয়ে ঢুকতো যখন আলো;
কোলের কাছে শুয়ে বলা, ‘‘বাবা, গল্প বলো” ।
হারিয়ে গেছে ছোট্টবেলার সেই মিষ্টি মেয়ে;
আমি একলা প্রতীক্ষায় শূন্য পথে চেয়ে।
                  —০০০—