পৌষ, পৌষ, মিষ্টি পৌষ – লেপ,কম্বল,কাঁথা;
নলেন গুড় আর পিঠে,পুলি – নতুন ধানের গাথা।
পৌষ, পৌষ, সোনার পৌষ – সোনা রোদের বেলা;
সবুজ ক্ষেতে হরেক সবজি, রঙীন ফুলের মেলা।
পৌষ, পৌষ, মজার পৌষ – চড়ুইভাতির ভোজ;
নদীর পাড়ে, বনের ধারে খোঁজ – জায়গা খোঁজ।
পৌষ, পৌষ, ঠাণ্ডা পৌষ – ঘাম, গরমের ছুটি;
পাতলা খেজুর গুড়ের সাথে গরম গরম রুটি।
                     —০০০—