আয় রে কচি, আয় রে কাঁচা, আয় সবুজের দল;
ডাকছে মাঠের সবুজ ঘাস, বন্ধু পাতাই চল।
সবুজ লতা, সবুজ পাতা, সবুজ গাছের বন;
চিরসবুজ তার সাথে যে তোদের অবুঝ মন।
চুপটি করে থাকিস নে আর বসে ঘরের কোণে,
পাখিদের ঐ গান শুনতে চল ছুটে যাই বনে।
চিনতে পাখি, চিনতে ফুল, চিনতে বনের গাছ;
চিনতে নানান বন্যপ্রাণ, চল প্রকৃতির মাঝ।
পাখীর ডাক, ফুলের সুবাস পড়ার বইতে কই?
এসব চিনতে, এদের জানতে চাই প্রকৃতির বই।
                    —০০০—