মৃত্যুপথগামী পতি, যন্ত্রণা কাতর।
কাঁদিয়া আকুল পত্নী, শোকেতে পাথর।
পতি কহে, ‘চলিলাম অজানার পথে,
মোর যাহা সঞ্চয়, দিও মোর সাথে।
নাহি জানি, পথে কত লাগে টাকাকড়ি,
বৈতরনী পাড়ি দিতে কত নেবে তরী।’
সখী পাশে পত্নী কহে,‘নাহি ভাবো প্রিয়ে,
তোমার সকল অর্থ দিব সাথে দিয়ে’।


সখী সাথে পত্নী যায় কবরে পতির,
সুদৃশ্য পেটিকা এক করিল বাহির
সখী কহে,‘অর্থ দিতেছো কি পেটিকা ভিতরে?
জেনো তবে, সে অর্থ নিয়ে যাবে চোরে’।
পত্নী কহে, ‘স্বামী কাছে আমি প্রতিশ্রুত,
রক্ষা করিতে তাহা আমি নহি ভীত।
অর্থের নিরাপত্তা ভাবিয়াছি আমি;
চোর নাহি পাবে, শুধু পাবে মোর স্বামী।
সকল অর্থ আমি রাখিয়াছি ব্যাঙ্কে,
পেটিকায় চেক আছে সেই পুরা অঙ্কে।
স্বামীর নামেতে চেক, ভাঙাইবে স্বামী,
স্বামী পাবে অর্থ, দায়মুক্ত আমি।’
              —০০০—