ঈশ্বর আমার, আল্লাহ্ আমার, আমার রবি ঠাকুর;
রবি ঠাকুরের মাঝেই দেখি প্রতিমূর্তি যীশুর।
সৃষ্টিকর্তা চেয়েছিলেন গড়তে মানব এমন,
যার ভেতরে করবে বসত বিশাল হৃদয়-মন;
হবেন তিনি শিল্পী, কবি, গল্প-নাট্যকার,
লিখবেন গান, গাইবেন গান, হবেন সুরকার।
প্রেমিক তিনি, সাধক তিনি, তিনি ঋষিকল্প;
মানবতার প্রতীক বিশাল, নয়কো সেটা অল্প।
সৃষ্টিকর্তা উজাড় করে দিলেন ভাণ্ডার;
মেধা, দয়া, প্রতিভা, প্রেম যত ছিল তাঁর।
ভাবনা ছিল, মানবশিশু পারবে এ ভার নিতে?
তাই তো  তিনি স্বয়ং এলেন রবি ঠাকুর হতে।
                      —০০০—