সবুজ মাঠের বুক চিরে পাতা ইস্পাত ফলা দুটি,
তাহারি উপর যন্ত্রদানব চলিছে সবেগে ছুটি।
ধূলিময় দেহে গ্রাম্য শিশুরা দেখিছে সবিস্ময়ে,
উদ্গীরিত ধূম্রজালের দূষণের বিষ সয়ে ।
সগর্জনে করিছে ঘোষণা, ‘সরিয়া দাঁড়াও বৎস’ ;
নয়ানজুলিতে লম্ফন দেয় ভীত চমকিত মৎস ।
তিনপাহাড়ের আবডালে ঢাকে অস্তগামী সূর্য ,
রেলের গাড়ি চলিছে ছুটিয়া বাজায়ে বিজয় তূর্য ।
নামিছে আঁধার, থামে কোলাহল, দূরে চলে যায় গাড়ি ;
আকাশ পটেতে দিগন্তে ফোটে ছায়া তালগাছ সারি।
                      —০০০--