ঠিকঠাক রঙ বাছা কী ভীষণ কার্য–
বলে গেছে জ্ঞানীজন, মুনি-ঋষি আর্য।
বড়  ভুল হবে যদি  বাছো  ভুল  রঙ,
সাহেবরা তাই বলে, সব ভুলই wrong.
সাত  রঙ মিশে গেলে হয়  রঙ  সাদা,
কালো রঙ রঙ নয় – এ যে বড় ধাঁধা।
সাত  রঙে  তবে  কেন  হয়  রামধনু ?
উত্তর  পেতে  দেখ  সংহিতা  মনু ।
রঙবাজ রঙ নয়, নয় পাখি বাজ,
রঙ তুলি নিয়ে তারা করে নাকো কাজ ।
বাতাসের রঙ নেই, তাই দেখা যায় না,
রঙহীন  জল, কাচ অদৃশ্য  হয়  না ।
সব রঙই  দেখাবে ধরো যদি আয়না,
রঙ নিয়ে প্রশ্নের কোরো নাকো বায়না।
ঘনঘন  পাল্টায়  রঙ  গিরগিটি,
রঙ নিয়ে জানালাম সব খুঁটিনাটি।
রঙ  নিয়ে  ভাবলেই মাথা  যায় ঘুরে,
রঙের দোকান থেকে তাই থাকি দূরে।
               —০০০—