কফির দোকানে ভিড় ছিল মেলা
সেদিন সাঁঝের বেলা।
মালিক কহিল ডাকি’ ম্যানেজারে,
“ভীড়েতে ভীষণ মাথা আছে ধরে,
যাইব দোকানে ওষুধ কিনিতে
ফিরিয়া আসিব পনেরো মিনিটে,
ভীড় সামলিও তুমি একা হাতে
কোন অঘটন না ঘটে যাহাতে।”


ফার্মেসীতে গিয়ে সে বলে, “মালিক বন্ধু কোথায়?”
কর্মী ছেলেটি বলে,‘‘বড় ব্যথা হয়েছে তার মাথায়।
কফির দোকানে গিয়েছেন তিনি কফি চুমুকের তরে।”
গল্পের ইতি এখানেই, তবু আরও কিছু আছে পরে।


এই গল্পের নীতিশিক্ষাটা: ‘‘যা আছে নিজের ভিতর;
তার লাগি’ কেন ছুটিয়া মরিছো, হয়েছো ব্যথায় কাতর?
মন্দির নয়, মসজিদ নয়, নয়কো গুরুর থান
আপন হৃদয় মাঝারে পাইবে শান্তির সন্ধান”।
                   —০০০—