হাওড়া থেকে ব্যান্ডেল,
দেখবে কত প্যান্ডেল;
হাজার রকম শিল্পকাজ–
মঠ, মন্দির, গির্জা, তাজ;
আলো চন্দননগরের–
চমক নানান বাহারের।
ভিড় ঠেলে ঢুকতে
পারো ঠাকুর দেখতে;
ঠাকুর প্রণাম করলে নাকি?
ঐ কাজটাই রইল বাকি।
বেরোও এবার ঘেমে নেয়ে,
সাজগোজ চুলোয় গিয়ে।
এখন বোসো পথের ধারে
চপ, চাউমিন, রোল আহারে;
‘ও দোকানী, চা দেন তো’ ;
সেলফি হোলো দুর্দান্ত।
ঠাকুর দেখা শেষ হলো;
চলো, এবার বাড়ি চলো।
        —০০০—