কখনও ভাবিনি যে
স্বপ্নে দেখা সেই নিষ্পাপ মুখ,
আপন হবার নয়।


স্বপ্ন শুধু অলীক হয়ে
পিছু টেনে নিয়ে চলে,
অতীতের দিকে।


অতীতের না ফোঁটা
সদ্য সেই ফুল,
ঝরে বুঝি
শান্ত হলো
কাতর বেদনায়।


স্বপ্নীল এই বুকে,স্বপন ঘোরে
ঘর বাঁধি ঘর ভাঙি,
সেই নিষ্পাপ মুখের ছোঁয়াতে।
ঘুম ভেঙ্গে দেখি
স্বপন ভুলে,
সেই - তো নেই
আপন করে চেয়েছি যারে।


সেই স্বপ্ন হারিয়ে
বেঁচে থাকা যেন আজ
নীল নিশাচারিনীর,
"আমি " আজও
নিঃসঙ্গ একাকি।