প্রতারণার লৌহ গারদ
শক্ত এত বেশি,
ছলচাতুরী,কপটতা
তাতে মেশামেশি।


মিষ্টি কথার,মুগ্ধতায়
হাতটা ধরে বেশ,
ঘোরের নেশা কেটে গেলেই
ভাঙ্গে মোহের আবেশ।


নতুন করে পোস্ট লিখন
ঝুলাই ঘরের দোরে,
স্বচ্ছ আমি,নিষ্পাপ আমি
একলা মরি বেঘোরে।


ফুলের পবিত্রতার সনদ
সারা অঙ্গে মেখে,
ফুলবাবু সেজে ঘুরে বেড়াই
সময় জ্ঞান মাথায় না রেখে।


"কিচ্ছুই আমার ভাল্লাগেনা
বিরহী চাতক পাখি,
মাটির বুকে পিঠ ঠেকিয়ে
আকাশে বৃষ্টি গুনি।"


পবিত্রতার সনদ,বিরহের পোস্ট
চাতকের গলার মালা,
শ্রাবণের অঝোর বৃষ্টি
ঘুচায় মনের জ্বালা।


বৃষ্টি  সেতো দু'মাসেতে
দশমাস আছে বাকী,
বিরহ সাজে নতুন রুপে
"প্রিয়া মোরে দিওনা ফাঁকি।"


কবন্ধ মনের ভিক্ষার ঝুলি
মাথায় করে ফেরি,
প্রতারণা ঘাড়ে চাপে
পায়ে পরাই বেড়ি।