কেউ দেখেনা কিভাবে বাঁচি,
প্রতিদিন বাঁচার তাগিদে
খেলে চলেছি কানামাছি,
কখনো চোখ বেঁধে, কখনো চোখ খুলে ।


সামনে কয়েকটি মোড়
ভুলভুলাইয়া সড়ক,
ভুল চিহ্নে দৌড়।
মা'র খাচ্ছি বেধড়ক
ভক্তির ভারে বিরক্ত কত পাথর ফলক,
ওটা নাকি রাজনীতির সুলভ মোড়ক।
তার সেকি নাচানাচি, কিচ্ছু বুঝি না
শূধু‌ ভাবি, লাঙলের মুঠিটা--
আরো শক্ত করে চাপি,
এবার যদি পান্তাভাতে বাঁচি।