সেদিনের আশা নিরাশার দোলায় আমি,
তারই মতো লাস্যময়ী মানবীর কাছে,
এয়ুগের সাবলীল ধারায় লীন হতে গি্যে,
বয়ঃসন্ধির সন্ধিক্ষণে সহসা দাঁড়িয়ে ,
হেনস্থা, অপমানিত নিজেরি কাছে!
একে চরিত্রের অধঃপতন বলেছে ।
নক্ষত্র ভরা আকাশ আর জুঁই মালতির রাত্রি,
আমার মত সেও ছিলো চঞ্চলা অস্থির,
অকুলদরিয়ায় দিগভ্রস্ট নাবিকের ন্যায়,
সঠিক পথের সন্ধান কেউ না পায়।
মেঘমুক্ত আকাশের সোনালি রোদের মতো,
তার শরীরের প্রতিটি অংশের স্বত্বও,
একেবারে সর্বস্ব দানে নিজেকে নিঃস্ব রিক্ত করে,
আজও বলেনি, ওগো! ভালোবাসি তোমাকে।