হে বঙ্গনারী !
আমি তোমায় ব্যর্থ হতে দেবনা,
"কত বার মরেছ" তুমি - কত দিন - কত রাত
কত সন্ধ্যায়- একেলা ছাদে -
নিশিথের তারা গোনায়, অথবা নদীর ঢেউয়ে,
মরেছ বলেই কি ! আর ফিরবেনা?
ভোরের অভিসারে !
তোমার চোখে, ঠোঁটে, চিবুকে দেখেছি
দুষ্টুমি হাঁসি, আলোড়ন তুলে নিজেকে সোঁপেছ,
এ - এক নেশার মতো - পাপড়িতে রঙ ঢেলে,
বেনারসি শাড়িতে তন্বী, ভোরের আলোয় চলে।
প্রতি সুর্য্যাস্তে মৃত্যু আসত তোমার!
সমাজটাই বিকলাঙ্গ !
এ যাবৎ শুধুই রক্তাক্ত ক্ষত - বিক্ষত তুমি
তবুও মৃত্যু আসে না -
মরণ, সুখের সহমরণ হয় যে আজ,
শুধুই ব্যার্থতা !
তবুও তোমায় ব্যর্থ হতে দেবনা।