কবরের ভিতরে একটা কবর,
চারিদিকে জড়িয়ে আছে জঞ্জাল।
সাফসুতরো করতে গিয়ে দেখি!
বহুবছরে চাপাদেওয়া দুটো কঙ্কাল।
পাশাপাশি দুইজনেই শুয়ে আছে,
দেখতে যেন পায় না কোন চোখ!
গোপন প্রেমে আত্মহারা, মিছে
বিচার করেছে কৌতূহলী লোক।
ওদের আমি শোনাব নতুন কথা,
আলাদা কোন নতুন আলোর গান।
তিলে তিলে গড়ে দেব সেথা,
ফিরিয়ে দেব কঙ্কালদ্বয়ের প্রান।