বসন্তে কটা দিন জানলা কপাট বন্ধ করে
ঘরে বসে থাকার কোনো মানেই হয়না
আমরা মানুষ কারো হাতের পুতুল নয়
হতে পারে কাউকে ভালোবেসে-
তবে একলা ঘরে কোথায় ভালোবাসা?
জীবনে যৌবন কারো জন্যে অপেক্ষা করেনা
মনে রাখা দরকার
কারো ছেলেমানুষি ভালোবাসার জন্যে নিজের জীবনের মূল্যবান
যেটুকু ভালোবাসা আনন্দ তাকে বলিদান
শুধু বোকার মত নয় আফসোসের মত কাজ
জানি ভুলতে পারা খুব কঠিন
তবুও মনেরেখে লাভ কি?এটাকেই কি বলো ভালোবাসা?
বলি শোনো জীবন মানেই জীবন আনন্দ
যে ভালোবাসায় দুঃখের দিনেও আনন্দ দেয়,সেটাকেই বলবো ভালোবাসা
আর সুখে দিনে ব্যথা,যন্ত্রনা এটা ভালোবাসা হতে পারেনা
আমরা হোলির রঙ মাখবো
আমারা বন্ধ জানালা- কপাট ভাঙবো
আমরা আগের মতন হাসবো
বসন্তের রূপ রস গন্ধ যদি নাই পাও,
তবে তো জীবন বৃথা
গাছের নব কিশলয়ের দিকে তাকাও
দেখো ,ওদের মুখে এগিয় চলার কথা
কোকিলের কণ্ঠে কান পেতে দেখো
নিজের সুরে বেঁচে থাকার গান
আর কিছুক্ষণ পরেই
দখিনা বাতাস বয়ে যাবে দেহের উপর দিয়ে
যেন পবিত্র জলোস্রোতে
ফুটিয়ে তুলবে জীবনের দিঘীতে যৌবন পদ্ম
আবার লিখতে শিখবো নতুন গল্প
যার লেখক হবো নিজে
আদর্শক ভালোবাসাকে সঙ্গী করে
পাড়ি দেবো জীবনের মাঝদরিয়ায়-
হোক না নৌকা কিংবা বেহুলার ভেলা