আমি বাঙালী ।
বাংলা আমার রক্তে,
বাংলা আমার প্রাণ ।
আমার চোখে সেরা বাঙালী
শেখ মুজিবুর রহমান ।
আমি শুনেছি বঙ্গবন্ধু,
তোমার বীর গাথা ।
শ্রদ্ধায় তাই তোমার চরণে
ঠেকাই আমার মাথা ।
ভাষা আন্দোলনে
তোমার ইতিহাস ।
ছয় দফা দাবি, মহা আন্দোলন,
আর সেই সাতই  মার্চ ।
জন সমুদ্রে , তোমার সেই হুঙ্কার ।
নিপীড়িত বাঙালীকে স্বপ্ন দেখিয়েছিলে
স্বাধীনতার ।
তোমার দেখানো স্বপ্ন
সত্যি করেছ তুমি ।
বাঙালী পেয়েছে তার
প্রিয় বাংলাদেশ, স্বাধীন জন্মভূমি ।
সব বাঙালীর হৃদয়ে
চির অমর তুমি ।
আমার চোখে সেরা বাঙালী, হে বঙ্গবন্ধু
তোমায় শত কোটি প্রণাম জানাই আমি ।


' মুজিব শতবর্ষ '