উন্মত্ত রাজনীতির নাগপাশে
শিক্ষার সলিল সমাধি হয়েছে বহুদিন,
যেটুকু মনুষ্যত্ব, যেটুকু চেতনা, যেটুকু বিবেক,
এতদিন বেঁচে ছিল বলে মনে হতো,
তা থেকে পাই বিশ্রী পচা মড়ার গন্ধ।
একটা বাঁশির আওয়াজ, যেটা আদেশ দেয়,
যেটা বাজায় ওদের প্রভু,
দু কান খাড়া করে শোনে ওই কুকুরের দল,
অক্ষরে অক্ষরে পালন করে সে বাঁশির আদেশ।
মানুষ শুনতে পায়না সে বাঁশির আওয়াজ,
মানুষ কোনদিন বুঝবে না সে আদেশ।
যদিও মানুষ আজ হাতে গোনা কয়েকজন।
ওটা শুধু ওই কুকুরগুলোর জন্য,
যারা কুশিক্ষা, অপসংস্কৃতি আর
ঘেন্নার রাজনীতির নর্দমার কীট।
সেই হিংস্র লোপুপ কুকুরের দল,
কবর থেকে টেনে বের করেছে
মনুষ্যত্ব, চেতনা আর বিবেকের পচা গলা অবশেষ।
আজ এই নির্মম পৃথিবীতে মানবতার বড় আকাল,
সব থেকেও যেন কিছু নেই এই জাতির মজ্জায়।
বিকিয়ে দিয়েছে নিজেকে ভালো রাখার লোভে,
বিকিয়ে দিয়েছে স্বার্থসিদ্ধির আশায়,
বিকিয়ে দিয়েছে রাজনীতির ক্ষমতার মরীচিকায়।
ওরা যারা মানুষ ছিল, ওরা যারা বেঁচেছিলো,
ওরা আজাদি চেয়েছিল, ওরা গান বেঁধেছিল,
ওরা প্রশ্ন করেছিল, চোখে চোখ রেখেছিল,
ওরা শ্লোগান দিয়েছিল, ওরা হিসাব চেয়েছিল।
কিছুই মেলেনি হিসাব, আজ ও বকেয়া সব,
শিক্ষার বদলে মিলেছে দুপুরের ভাত,
আন্দোলনের বদলে মিলেছে দু টাকার চাল,
ধর্মের বদলে মিলেছে কট্টরবাদ,
প্রশ্নের বদলে মিলেছে দেশদ্রোহী অপবাদ।