ভালোবেসেছি তোর মনের কথা জানার জন্য
মন দিয়েছি তোকে ভালোবাসার জন্য।
হাত ধরেছি, তোর সাথে চলব বলে,
প্রেম করেছি , তোর জীবনসাথী হব বলে।
তুই যদি বলিস ভুলে যা আমায়,
আমি ভালোবাসি না তোমায়।
মন তো তা শুনবে না,
এ মন তোকে ছাড়া থাকবে না।
কি করে তোকে ভুলব,
কি করে তোকে ছাড়া জীবন রাখব।