আমার সমস্ত সারাংশে বাজছে তোমার সঙ্গীত


রন্ধ্রে আলোকিত হয়ে আছে ঝিলিক বাতি


শহুরে জনস্রোতে যেন উবু হয়ে পড়েছে গ্রামীণ  মৌতাত।


অপভ্রংশে প্রতিফলন দেখো--


জলের নিচে স্থির হয়ে কার ঢিলপড়া  ছায়া


বোধের সীমায় বুঁদ হয়ে কি পাথুরে  চঞ্চল।


আমার সমস্ত ঘাসে পড়ছে তোমার শিশির


প্রেমের মুদ্রায় জারি হয়ে গেছে মৌরিল  হাঁট-বাজার।


(কাব্যগ্রন্থঃকারাবন্দী আর্তনাদ)