নক্ষত্রে ঘষা দিয়ে আমি হাজির করব চেরাগের দৈত্য
তারপর তাকে কুকুরের লেজ নয়
সোজা করতে বলব পৃথিবীর মেরুদণ্ড


বেকার ও গণিকার মাঝে ফুটে আছে তীব্র অভিশাপ
নুলো ভিখারী ও বিসিএস প্রার্থীর টেবিলে সজ্জিত আত্মভুখ নরমাংস....


আমাদের জন্মের আগেই সমস্ত সুন্দর
অসুরদের নামে দলিল হয়ে গেছে......
কবি ও কবিতার নির্ধারিত প্রচ্ছদ যেন আত্মহননের কবর


ঝুলন্ত আমের কষে ভরে গেছে আজ এই শাটল এক্সপ্রেস
ষোড়শীর লাল রক্তে ভিজে গেছে জাতিসংঘের ত্রিকোণ হাতল


আকাশটা দাগিয়ে অন্ধকার করে দেবার মতো কোথাও পারমানেন্ট মার্কার পাওয়া যাবে?


(উৎসর্গ--সদ্যপ্রয়াত কবি মুরাদ নীল)