প্রতিটি বৃষ্টিতে উলঙ্গ ভেজার অধিকার নিয়ে জন্মেছে পৃথিবীর তাবৎ বৃক্ষ।যতটা দেখে মনে হয় বর্ষাকাতর মানুষের মন,ঠিক ততটা নয়।তাদের মুখে রসনার স্বাদ অথবা লেবুগন্ধী চায়ের চুমুক নিমগ্ন দেহের এক সঞ্চিত বিলাস।


তবু ছাতা সরিয়ে নিলে বৃষ্টি,শরীর আর বৃক্ষের ভাষা কখনও এক হয়ে যায় আর অপরাহ্ন থেকে জন্মায় অসংখ্য শ্রাবণঘাস।


তালাবদ্ধ সিন্দুকের মত গোপনে অচল হয় কারও কারও বৃষ্টিমোহর।



(কাব্যগ্রন্থঃ কারাবন্দী আর্তনাদ)