ধন্যবাদ রাষ্ট্র,বৃষ্টিপাতের জন্য তোমার কোন অধিবেশন নেই
জনাকীর্ণ পথে কী উচ্ছল বাজছে সমান বৃষ্টির গান
তাই আমাদের ব্যক্তিগত প্রবীণ ছাতায়---
অথচ বৃষ্টিমন্ত্রী তো কেঁদেই ফেললেন সেদিন
ভরপুর সংসদে সীমিত আকারে
কিছু বৃষ্টি ঝরানোর  অমীয় ব্যর্থতায়।


ধন্যবাদ রাষ্ট্র,ধন্যবাদ ধন্যবাদ
কেন্দ্রীয় ব্যাংকে এখনও তুমি বৃষ্টি জমা করোনি--
ছাতা গুটিয়ে নিলেই তাই তির্যক বৃষ্টি পাই
যে কোন মূহুর্তে আমাদের লবণাক্ত চোখে।


(কাব্যগ্রন্থঃ কারাবন্দী আর্তনাদ)