দেড় যুগ এ শহরে থেকেও চোখে ড্রপ দিয়ে দেবে এমন সহচর পেলাম না।পোড়াজল সরাতে তাই মাঝে মাঝেই ডাকতে হয় দমকল বাহিনী।মৌনভূক যূথবদ্ধতার বিনিয়োগে এ শহরে যেন সকলই বিয়োগ ।ট্রেনে কাটা দেহের পাশে কাচা মাংসের দোকান,সবজি বিক্রেতার হাক--কিছুই থামাতে পারেনি কেন্দ্রবিমুখ বৃত্তের আবর্তন।


বাসের চাকায় জ্যামিতিকভাবে আটকে গেছে দক্ষিণাধুনিকতা।শেষকৃত্য হবে না তার,ধাতব মূর্তির জন্য মৃত্তিকার নেই কোন দাহকাল।


দ্বিচাক্রিক ধাবমান এ শহর,মৃত্যুও ধরে রাখতে পারে না তার সমরেখ মনোযোগ....


মাহমুদ,শামসুর চলে গেছে।এই ফাঁকে তুমি কিনা শব্দবিলাস কবিতা দিয়ে কড়া নাড়তে এসেছো তাকে!