মুখ থুবড়ে পড়ে থাকে শুকনো পাতারা
পেলব ঘাসের উপর....
রোদে পুড়ে শুকনো আরও শুকনো হয়
আলো খেয়ে ঘাসদের মুখ হয় উজ্জ্বল আচ্ছাদন,
একই ক্রিয়ায়
কেউ বাঁচে,কেউ মরে
কেউ আবার এ দুইয়ের মাঝে
পেন্ডুলামের মত নিরন্তর থাকে ঝুলে..


শূণ্য মাঠে উল্টো হয়ে পড়ে থাকে
নিখিলের একপাটি জুতা...