রাজা যায় রাজা আসে,পুরনো মুদ্রা সঞ্চয়ে থেকে যায় তবু কারও কারও সিন্দুকের প্রচ্ছন্ন পাশে।প্রচল মুদ্রার থেকে ধাতুগুণে অচল মুদ্রা কখনও দামী হয়,মানুষের ইতিহাসে এ মিথ বহু দেখা গেছে।


আমি তো রাজা নই--এক প্রক্ষিপ্ত উপক্রমণিকা,দুর্মূল্যের বাজারে অচল আর প্রচলের হিসাবও রাখি না।


(কাব্যগ্রন্থঃ কারাবন্দী আর্তনাদ)