পাথরে চাঁদের আলো পড়লেই মুখর হয় না প্রতিজ্ঞাবদ্ধ দিন।বুকে ঘুম নিয়ে কবরের পাশে যেতে যেতে রক্তজবা শরীর ভাবে--মানুষের প্রকৃত অবদান বৃক্ষের শিকড়ে অস্থি জোগানো ছাড়া কিছু নয়।সকাল থেকে সন্ধ্যার দূরত্ব পেড়োতে পেড়োতে ব্রম্মপুত্রের ঢেউ রূপের খনিতে পড়ে মাত্র,অথচ ইরাবতীর ছানারা জানে রূপসার তারা একক সন্তান!


ক্ষয়ে যাওয়া বিকেলের কাছে অনন্ত রোদের সান্ত্বনা রসনা আনে না কোন।মাজারে সিন্নির মানতে উষ্ণ হয়না বাছুর তাড়ানো গাভীর ওলান।


অল্পবিস্তর সখনও'র সাথে উপসংহারই পরিণতির সূচনা কখনও কখনও।


অথচ এ উপাত্ত ইতিহাস নয়,দশকী আঙুল ঝরাতে দীর্ঘশ্বাস পাড়ি দেয় এক রাতে সাতশো বছর!


(কাব্যগ্রন্থঃ কারাবন্দী আর্তনাদ)