তোমাকে যে পেয়েছে

খুইয়েছেই সে বেশি

সঞ্চয়ে তুমি আমার  পিঁপড়ে ঠোটে

যতটা নিজেকে হারিয়েছো।

সব কিছু ক্ষয়ে গেলে স্মৃতিশনের নীড়ে এসো
পুরো দমে তোমাকে দেব ফিরিয়ে।