শেষ ট্রেনে ঘরে না ফেরা অভিমানী নই
বেড়ালের মত মিহি পায়ে গাঢ় সন্ধ্যাবেলায়
বাইরে থেকে দরজা খুলে গুহায় সেধিয়ে যাওয়া আমি এক আদিম অন্ধকার


সমান্তরাল বৃষ্টির প্রত্যাশায় সমবেত দুর্বাঘাসের দিকে
কখনও ধেয়ে আসে অগ্নিধূলি
মেনে নিতে পারা কিংবা মনে নিতে পারাটাই
হয়তো টিকে থাকার এক দ্বিঘাত সমীকরণ


কোন ক্ষয়ে যাওয়া পিরামিড বা নিরুত্তাপ মরুভূমি নই..


সভ্যতার বুকে এক নির্বোধ প্রশ্নবোধক