এই পৃথিবীতে আছো--যে মানুষ তার খবর জানে না,তার মতো চাই তুমিহীন বাঁচার আয়েশ।যে মানুষ জন্মেছে পারস্যে বা প্যারিসে,যার কাছে বিদেশি ভাষার চেয়েও তুমি অচেনা--সে মানুষ যে নিয়মে বাঁচে, সে নিয়ম আমৃত্যু চেয়েছি অন্তর্গত হোক নিজের ভেতর।


এই প্রচেষ্টায়,প্রতিস্থাপনে কতবার কন্ঠে ঢুকিয়ে দিয়েছি হাত--লোকে বিকারগ্রস্ত বলে বসবে ভেবে গলিত অন্ধকারে হেঁটে গেছি পদক্ষেপহীন পায়ে।


নিজের সঙ্গ পেতে পেতে ব্যবহৃত ধাতুর মতো যে তুমি হয়ে গেছো সাধারণ,সে সত্য আমাকে দাও।দেখো কী নির্লিপ্ত বাঁচি,শ্বাস নেই আহ্নিক গতির মতো নির্ভুল নিয়মে।