সৌমিতা,
তোমাকে ধারণ করার জন্য আমার হৃদয় সম্প্রসারিত হচ্ছে মহাবিশ্বের নিয়মে
এই পঙ্কিল দেহ সুষম জ্যোৎস্না প্রতিফলনের যোগ্য নয়
তাই ক্রমেই হয়ে উঠেছো হৃদয়েশ্বরী,দিগভ্রান্ত মরুচোখে


কখনও তুমি না এসে দাঁড়ালে জানালায়
দিবস পায় না ফোটনকণা
স্বরলিপি ভুলে যায় টেবিলে শায়িত গীতবিতান....
হয়তো আমারও কবিত্ব ছিল,তোমাতেও কবিতা
তুমি নামক কবিতাখনির আমিতো ছিলাম এক স্বরবৃত্ত শ্রমিক


সুন্দরে কেউ কি পায় নিঃশর্ত অধিকার?
অভ্যস্ত আঙুলে মুখস্ত নেই তেরশো পৃষ্ঠা....
সেজদার আয়াতের আনত অক্ষরে লওহে মাহফুজে তোমাকে করেছি মুদ্রিত


মৎস্য শিকারে আগ্রহ নেই,কাচাদেহে মসলার গন্ধ নমিত ভঙ্গিতে যাক বয়ে
তবু ন্যূনতম ঢেউও যদি না দেখি জলের উপর
নিস্তরঙ্গ হাতে পুকুরে ব্যর্থ ঢিল আর ছুড়ব না



(প্রকাশ--কাব্যগ্রন্থঃ কারাবন্দী আর্তনাদ)