এখন আমি বাধ্যগত!
তোমার দেখা স্বপ্নগুলোই সাজিয়ে চলি ৷
রাত জেগে রাত স্বপ্ন সাজাই ৷


স্বপ্নগুলো পাহাড় সমান হতে হতেই!
                                          ভেঙে পড়ে ৷
নতুন করে স্বপ্নগুলো
                          গড়তে
                                   গড়তে
                                     ভোর হয়ে যায় ৷


তখন আবার পালিয়ে বেড়াই
                                        দিনের ভয়ে ৷  


লোকালয়ে এখন আমি
                                   বেশ বেমানান ৷


ভুলেও যদি ফের দেখা হয় তোমার সাথে!
যদি তুমি প্রশ্ন করো—
                                'আর কতো দূর?
কোথায় এখন গড়ালো তোমার স্বপ্নগুলো?'
সে লজ্জায় পালিয়ে বেড়াই ৷


জীবনে তো পাইনি তোমায়,
                      স্বপ্নেও যদি তোমায় হারাই?