আমার ছিলো শূন্য দুটো হাত৷
আকাশ ভরা রৌদ্র-দুপুর,
ঝিম ধরা সেই একলা পথের দিনগুলোতে
শূন্যতারাই সঙ্গী ছিলো৷


তোমার যখন সময় হলো!
চলে যাওয়ার সরব পথে,
পূর্ণ হাতে সঙ্গ দিতে
ভর করেছো অজুহাতে৷


সেই সে সময়,
সেই দিন-রাত,
চলে যাওয়ার সেই অজুহাত!
এখনও কি সাথেই আছে?


এখনও কি নতুন পথে,
নতুন করে, নতুন হাতে,
হাত বদলের সেই খেলাতে!
ভর করো, অজুহাতে?