আগুন ছাড়া পুড়ে
বুক দাউদাউ করে ,
মনের আগুন এমন আগুন
নেভেনা কোন জলে;


পান ছাড়া  চুনে
মুখ যেমন পুড়ে  
টান ছাড়া প্রেমে
বুক খাঁ খাঁ করে;


কিছুতেই থামেনা শুধু বারে
আগুন ছাড়া কেমনে আগুন ধরে,
সেই আগুনে
পরান পাখি পুইড়া মরে;


নাই শলাই নাই কাঠি
কেমনে আগুন ধরে
আগুন ছাড়া কোন কিছু
পুড়ে কেমন করে ?


ছয় ঋতুতে আসলে ফাগুন
ফুলে ফুলে  লাগে আগুন
সেই আগুনে কিছুই না পুড়ে
গাছে গাছে রঙ শুধু জুড়ে ;


ও সাঁই আগুন ছাড়া
পুড়ে কেমন করে
নাই দিয়াশলাই নাই কাঠি
তবু আগুন ধরে ?