আছে যত নারী নর
জলের মধ্যে আগুনের ঘর
দিব্যশক্তি চক্রে ঘুরে
মানব দেহের মণিপুরে,


চারিদিকে জল আর জল
মাঝখানে পদ্ম অষ্টদল
জ্বালিয়ে কুদরতি বাতি
গুরু হয়েছে জ্যোতি।


জলের মধ্যে আগুনের ঘর
নেভে না জলে
একে অন্যের ভিতর
তবু ঠিক চলে।


জ্ঞানচক্ষুর নানা প্রশ্ন
জল আগুন এতো সংলগ্ন
তবুও হয় না কেন
আগুনে জল উষ্ণ ।


অতিক্রম করে না অবস্থান
বিপরীত গুণ উপাদান
জল আগুন ঢাকে
একসাথে থাকে।


আগুনের ঘর
দেহের ভিতর
ও সাঁই কুদরতি খেলা
মরার আগে মরে যাওয়ার বেলা।