মৃত্যুর মিছিলে যোগ নিরুপায়
গভীর রাতে চোখ ভিজে যায়,
দশ বছরের ছোট ছেলে কিযে নাড়া
চলে যাবে বলেই কি এত সাড়া ?


দু:খ বেদনা কষ্টগুলো অসম বাড়িয়ে
সব আনন্দ উচ্ছ্বাস গুলো হারিয়ে,
আহা! শোক কেন এমন শক্ত সব ছাড়িয়ে
সব কিছু ভেঙ্গে যায় মায়া মমতায় তাড়িয়ে।


অযত্নে অবহেলায় এভাবেই নিত্য বিলীন
জীবন কেন এত এত মূল্যহীন!
সবটুকু জুড়ে বিশালতা কেন্দ্র একটি বিন্দু
বুকের ভিতর আনচান কাপে দুরুদুরু হ্রদপিন্ড !


শোকে বিষাদে বিরহে সবটুকুই অসাড়
যার গেছে সেই বুঝে হাহাকার,
এভাবেই প্রতিনিয়ত কেন  ঝরে  প্রাণ
জীবনের তরে জীবনের একটুও নেই টান ??


(দশ বছরের  ছোট একটি ছেলের মৃত্যু সকলকে   অপরাধী করে দেয় )