সাপের ছোবলে প্রাণ যায়
বিধি তোমার সাজায়
আজ  বোঝা কাল   রাজা;
তবুও বিষ উঠায়  ওঝা |


আজ হয়ত দিন তোমার
জানো না আগামীকাল কার ?
বিধিটি উনার
সময় পাবেনা গোনার;

নেন আর দেন সব উনি
তাই তো শূন্য হাতেও স্বপ্ন বুনি
যে যতই টেনে ফেলার করুক ছক
আমি তো সদা বুঝি ন্যায্য হক,


যতই করুক মতি গতি
এক বিন্দু করিনা অনিষ্ট ক্ষতি
সময়ের থাকবেনা সময়
একদিন সব শেষ হয় ;


ক্ষতি করলে ক্ষতি
দিবেন তিনি দুর্গতি,
সব বোঝেন তিনি
পাপ পুণ্য দেখেন যিনি |