কেউ হবেনা দেউলিয়া
সাধুসঙ্গের ছেউড়িয়া ,
জিকির তুলে নরনারী 
ভক্ত শিষ্যে আখড়াবাড়ি ।


সাধু গুরু ভক্ত শিষ্য 
হয় যে শুদ্ধ,
চার পদে সীমাবদ্ধ 
সিদ্ধি সাধক স্থুল প্রবত্ত ।


আঁচলা ঝোলা অধিবাস
ফকিরের সংসার সন্ন্যাস
ভবের ঘরে সাধু সঙ্গে
মাখো জাদু সারা অঙ্গে,


অব্যয় সময় সাধন
মানবধর্মের মেলবন্ধন,
ধন ধন্যির ফাঁপরে রঙ বিহীন কাপড় 
ভাব বস্তুর হস্তপদে আকারহীন দাবড় |


শূন্য শূন্যের উপর
দাঁড়ায় পুণ্যের ঘর
হকের ঘরে হক সাধক
অচিন পাখি খুঁজে খাঁচার ধারক।