ধারন কর সরল সোজা
নইলে বুঝতে গেলেই,
মাথায় তুলে দিলেই
শক্ত ভারের বোঝা ।


একি দেখি
আলোহীন ঝিকিমিকি
তড়িৎবিহীন যুক্ত করার তার,
সবটুকু শুধুই নীল অন্ধকার ।


কার জন্য নাটাই চুরি
কার জন্য উড়াই ঘুড়ি ,
দিলাম এক তুরি
সুখপাখি চলো উড়ি ।


এমন করে আর কি ভবে
দূর থেকে পোড়ায় তবে,
ভালবাসাটুকু বুঝবে কবে ?


২)


মন খারাপের বিষন্ন বনে


দূর থেকে পুড়ছে
কি যেন সরছে
বহে শীতল হিম,
নিভে আর জ্বলে পিদিম ,


একলা আকাশ হাহুতাশ
শূন্য বুকে ঘোরাঘুরি,
অতৃপ্ত মন পাখি
শুধু শুধুই  ছলচাতুরী ।


আমায় যদি মনেতে নাও
বুকের পাঁজরে বইতে দাও,
বেদনাগুলোকে খুঁড়ে
ফেলে দিব চিরতরে।



৩)


আমায় যদি উড়াও
তবে উড়ি ,
আমায় যদি কাঁদাও
তবে পুড়ি ।


আমায় যদি নাড়াও তবে নড়ি,
বেদনাকে ভেঙ্গে,
সুখগুলোকে ভরি
বয়ে চলে প্রেমতরী।


মায়াবী মুখ ছবি
আমায় যদি ভাবাও তবে ভাবি,
জলের শরীরে শুয়ে থাকা দগ্ধ চাষী
আমায় যদি ভাসাও তবে ভাসি।